ব্রনের জন্য নিম পাতার ব্যবহার

 

ব্রনের জন্য নিম পাতার ব্যবহার করে কি সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়, ব্রনের সমস্যা সমাধানের জন্য এই আর্টিকেলটি ভালো ভাবে মনোযোগ দিয়ে পড়ুন তাহলে মুখের সকল সমস্যার সমাধান জানতে পারবেন
ব্রনের-জন্য-নিম-পাতা-ব্যবহার

এই আর্টিকেলে ব্রনের সমস্যার জন্য কিভাবে নিম পাতা ব্যবহার করবেন এবং মুখের কোন কোন সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সকল কিছুর সমাধান নিচে আলোচনা করা হয়েছে...

পেজ সূচি পত্রঃ ব্রনের জন্য নিম পাতার ব্যবহার করুন তাহলে আপনি ব্রন এবং মুখের সকল সমস্যা থেকে রক্ষা পাবেন

নিম পাতার ফেসপ্যাক

নিম পাতার ফেসপ্যাক ব্রনের জন্য নিম পাতার ব্যবহার করলে মুখের ব্রন থেকে মুক্তি পাওয়া যায়, নিম পাতা সপ্তাহে ২ বার করে লাগান তাহলে মুখ থেকে ব্রন চির তরে দুর হয়ে যাবে, নিমপাতাতে আছে অ্যান্টিব্যাকটেরিয়া নাশক গুনাগুন ও অ্যান্টিবায়োটিক যা মুখের ব্রণের ইনফেকশন দূর করে, জেনে নিন কিভাবে নিম পাতার ফেসপ্যাক তৈরি করবেন

নিম পাতার ফেসপ্যাক তৈরি করতে প্রথমে এক মুষ্টি নিম পাতা  নিন তারপরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন, নিমের পাতাগুলোকে সিল পাটার মাধ্যমে ভালোভাবে পালিশ করে নিতে হবে, যখন নিম পাতা পিষবেন তখন খেয়াল রাখতে হবে সেই পাতাতে পানির পরিমাণ যেন কম থাকে

পালিশ করার সময় কোন পানি ব্যবহার করবেন না, নিম পাতার ফেসপ্যাক তৈরি হয়ে গেলে সেই পালিশ করা নিমপাতা মুখে লাগান, নিম পাতার প্যাক মুখে লাগানোর আগে ভালোভাবে মুখটি ধুয়ে নিন এবং নরম তোয়ালে বা কাপড় দিয়ে মুখটি ভালোভাবে মুছে নিন তারপর পালিসকৃত নিম পাতার প্যাকটি মুখে ভালোভাবে লাগিয়ে নিন

এরপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন, এই পদ্ধতিতে প্রতি সপ্তাহে দুইবার ব্যবহার করুন তাহলে আপনি ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন, মুখে জেল্লাফেরাতে নিম পাতার ফেস প্যাকটি ব্যবহার করুন, ব্রনের জন্য নিম পাতা ব্যবহার করুন  

শুষ্ক ত্বকের যত্নে নিম পাতা

শুস্ক ত্বকের যত্নে নিম পাতার ব্যবহার এবং ব্রণের জন্য নিম পাতার ব্যবহার করুন এতে করে আপনার মুখের ব্রন কালচে দাগ রোদে পোড়া দাগ ব্রনের গর্ত গুলো পূরণ হয়ে যাবে, শুষ্ক ত্বক এই ত্বকে বাইরের ধুলোবালির সাথে রোগ জীবাণু ও ভাইরাস আক্রমণ করে এর ফলে আমাদের কোমল মসৃণ ত্বক শুষ্ক হয়ে যায়,

এই শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার জন্য নিম পাতার ফেসপ্যাক খুবই কার্যকরী একটি সমাধান যদি কোন মানুষ নারী পুরুষ উভয় নিম পাতার ফেসপ্যাক প্রতি সপ্তাহে তিনবার মুখে ব্যবহার করে তাহলে শুষ্ক ত্বক থেকে সে ব্যক্তি মুক্তি পাবে তোকে এক্সট্রা জেল্লা ফিরিয়ে আনবে 

ব্রণের জন্য নিম পাতার ব্যবহার যেমন অত্যন্ত জরুরী তেমনি ত্বকের যত্ন নিলে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, শুষ্ক ত্বকের সমস্যার সমাধানের জন্য প্রথমে কয়েকটি নিমপাতা তার সাথে লেবুর রস এর মধ্যে গোলাপজল মিশিয়ে ব্লেন্ডার করে মুখে মাখার একটি ফেসপ্যাক বানিয়ে নিন বানিয়ে নিন,

এই ফেসপ্যাকটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেসপ্যাকটি লাগিয়ে নিন এবং ৫ মিনিট রেখে দিন এরপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন, এই ফেস প্যাকটি সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করুন শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পাবেন, এবং মুখের ব্রনের জন্য নিম পাতার ব্যবহার করুন

নিম পাতার সাথে হলুদ মিশিয়ে

নিম পাতার সাথে হলুদ মিশিয়ে ত্বককে কোমল ও ভালো রাখতে নিম পাতার সাথে কাঁচা হলুদ মিশে মুখে ব্যবহার করলে রোদে পোড়া দাগ ব্রনের দাগ এবং ব্রণের গর্ত এগুলো সমস্যা থেকে রক্ষা করে নিম পাতাও কাঁচা হলুদ, নিমপাতা ও কাঁচা হলুদ একসঙ্গে বেটে পালিশ করে পিষে নিন এরপর একটি তৈরি হয়ে গেলে মুখে লাগিয়ে নিন এরপর আস্তে আস্তে মুখে মেসেজ করুন

এতে করে ব্রনের দাগ রোদে পোড়া দাগ ইত্যাদি এগুলো দাগ মিশে যেতে সহায়তা করে নিম পাতা হল তারপর ৫ থেকে ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন এই পদ্ধতিতে প্রতি সপ্তাহে তিন থেকে চার বার নিমপাতা ও হলুদের মিশ্রণে ফেসপ্যাকটি ব্যবহার করবেন নিম পাতায় রয়েছে এন্টি ব্যাকটেরিয়া ও এন্টিফাঙ্গাল

এবং কাঁচা হলুদের ত্বকের জীবাণুন নাশক বৈশিষ্ট্য আছে যা ত্বকের নানান ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ হয়, মুখে যখন অতিরিক্ত তৈলাত্মক ভাব দেখা দেয় তখন এই প্যাকটি ব্যবহার করবেন তাহলে আপনার মুখের তৈলাক্ততা দূর হয়ে যাবে, তাই ব্রনের জন্য নিম পাতার ব্যবহার বা মুখে যে কোন দাগের জন্য নিম পাতা হলুদ ব্যবহার করুন।

ব্ল্যাকহেডস গর্ত ও দাগ দুর করতে নিম পাতা

ব্ল্যাকহেডস গর্ত ও দ্গ দুর করতে নিম পাতা ব্যবহার করুন, ব্ল্যাকহেডস গর্ত ও দাগ মুখে তখনই হয় যখন মুখে অতিরিক্ত ব্রণ বের হয় এই ব্রণের জন্য মুখে ব্ল্যাকহেডস গর্ত ও কালো দাগ পরে এগুলো দেখতে অনেক বিশ্রী লাগে এই ব্ল্যাকহেডস অব দাগ দূর করতে নিম পাতার ব্যবহার অপরিহার্য একটি সমাধান, আপনারা যারা এই সমস্যা জর্জরিত তাদের জন্য


নিম পাতার এই অসাধারণ সমাধানটি প্রয়োগ করুন তাহলে আপনার মুখ থেকেও ব্ল্যাকহেডস ব্রনের গর্ত ও দাগ থেকে রেহাই পাবেন, এগুলো দূর করতে প্রথমে কয়েকটি নিম পাতা নিন এরপর পাতাগুলিকে ভালোভাবে পিষে পালিশ করুন, পালিশ স্কৃত নিম পাতার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নিন

এরপর টক দই এক থেকে দুই চামচ তার সাথে মিস করে ভালোভাবে মিশ্রণ করে নিন এবং এই পেস্টটি তৈরি হয়ে গেলে মুখে লাগিয়ে মাসাজ করুন, তারপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মেশে নিন, নিম পাতা ও হলুদে ত্বকের সংক্রমণ এবং ব্যাকটেরিয়া দূর করতে কাজ করে, তাই ব্রনের জন্য নিম পাতার ব্যবহার করুন ।

ব্রন দূর করতে নিম পাতার কার্যকারিতা

ব্রন দূর করতে নিম পাতার কার্যকারিতা, ব্রনের জন্য নিম পাতার ব্যবহার করুন, প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা থাকে ব্রণহীন দাগ হীন কোমল ত্বকের,  আমাদের ত্বককে ফ্রেশ রাখতে বাজার থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি, এর ফলে আমাদের মুখে ব্রন হয়ে থাকে, আর এই ব্রণের কারণে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় দেখতে বাজে বা খারাপ লাগে
ব্রর-দূর-করতে-নিম-পাতার-কার্যকারিতা



এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য নিম পাতার ব্যবহার করতে হবে, সেই প্রাচীন আমল থেকেই যেকোনো স্বাস্থ্যের বা মুখের সমস্যার সমাধানের জন্য নিম পাতার ব্যবহার করা হতো নিম পাতার যে গুনাগুন এতে এন্টিফাঙ্গাল এন্টিব্যাকটেরিয়া নাটক উপাদান এছাড়াও নিম পাতায় এন্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে যা মুখের ব্রণের ইনফেকশন দূর করতে কাজ করে,

 ব্রণ দূর করতে নিম পাতার কার্যকারিতা অপরিসীম যদি কারো মুখে অতিরিক্ত ব্রণের সমস্যা দেখা দেয় তাহলে ব্রণের জন্য নিম পাতার ব্যবহার করুন, এক মুষ্টি নিমপাতা তার সাথে দুই চামচ হলুদ এবং টক দই মিশিয়ে ভালোভাবে একটি প্যাক তৈরি করে নিন, এটি সপ্তাহে দুই থেকে তিনবার মুখে ব্যবহার করুন তাহলে মুখের ব্রণের বা অন্য যে কোন সমস্যা থেকে রক্ষা করে এই নিম পাতা।

ত্বকের ইনফেকশন দূর করতে নিম পাতা 

ত্বকের ইনফেকশন দূর করতে নিম পাতা, ত্বকে বিভিন্ন কারণে ইনফেকশন হয়ে থাকে এই ইনফেকশনের কারণে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু এসে বাসা বাঁধে এই জীবাণু আমাদের ত্বকে ইনফেকশন সৃষ্টি করে এর ফলে শরীরে চুলকানি ঘামাচি র‌্যাসেস চর্মরোগ হয়ে থাকে আবার এই রোগ জীবাণু মুখে লাগলে মুখে প্রচুর পরিমাণে ব্রণের সমস্যা দেখা দেয় যদি ত্বকের ইনফেকশন থেকে রক্ষা পাওয়া যায়


তাহলে আমাদের শরীরে কোন প্রকার রোগ জীবাণু এসে আক্রমণ করতে পারবে না, এই জীবন গুলো মুখে লেগে  পুরো মুখ ইনফেকশন হয়ে যায় এর ফলে অনেক বড় বড় লাল বর্ণ আকার ব্রণ বের হয় এই ব্রণ সাদা আকারে রূপ নেই এবং মুখে প্রচুর পরিমাণ ব্যথা হয় এই সাদা ব্রণগুলো যদি নখের মাধ্যমে বের করে দেওয়া হয় তাহলে সেখান থেকে রক্ত বের হয় সেই রক্তগুলো দুর্গন্ধ,

এই রোগ জীবাণুগুলো মুখে লেগে ইনফেকশন ঘটায় এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য মুখে সমস্যা সমাধানের জন্য বা ব্রণের জন্য নিম পাতার ব্যবহার করতে হবে, এই নিম পাতায় এন্টিফাঙ্গাল ও এন্টি ব্যাকটেরিয়া নাটক উপাদান আছে, যা যেকোন ইনফেকশন দূর করতে দ্রুত কাজ করে তবে ইনফেকশন দূর করতে নিম পাতার ব্যবহার করুন,

কিছু নিমপাতা নিয়ে ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারের পিষে পুরো মুখে ভালোভাবে মাখিয়ে নিন এবং ১৫ মিনিট রেখে দিন এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন এই পদ্ধতিতে সপ্তাহে তিনবার নিম পাতা ব্যবহার করবেন তাহলে ত্বকের যে কোন ইনফেকশন থেকে রক্ষা পাবেন, তাই ব্রনের জন্য নিম পাতার ব্যবহার  অপরিহার্য।

নিম পাতা ও পেঁপের ফেসপ্যাক

নিম পাতা ও পেঁপের ফেসপ্যাক, আপনি যদি সুন্দর হয় মসৃণ কোমল ত্বক পেতে চান তাহলে নিমপাতা ও পেঁপের ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান তাহলেই ম্যাজিক এর মত আপনার মুখে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, যাদের ত্বক রুক্ষ শুষ্ক সেই ত্বকে নিম পাতাও পেঁপের ফেসপ্যাকটি লাগালে রুক্ষ ও শুষ্ক ত্বক  সতেজ হয়ে উঠবে চলুন জেনে নিন কিভাবে নিম পাতা ও পেঁপের ফেসপ্যাকটি তৈরি করবেন


প্রথমে দশটি পনেরোটি নিমপাতা ভালোভাবে বেটে পালিশ করে নিন তার সাথে পাকা পেঁপে মিশিয়ে ভালোভাবে পালিশ করে নিন এর মধ্যে একটু গোলাপজল মিশাতে পারেন তাহলে ফেসপ্যাকটি আরো ভালো হবে এগুলো একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে এক থেকে দুই মিনিট মুখে মালিশ করুন এরপর রেখে দিন

ফেস প্যাকটি শুকিয়ে গেলে ভালোভাবে ধুয়ে ফেলুন ও নরম কাপড় বা তোয়ালে দিয়ে মুক্তি মুছে নিন নিম পাতাও পেঁপের ফেসপ্যাকটি ইনস্ট্যান্ট উজ্জ্বলতা ফিরিয়ে আনে তাই যাদের রুক্ষ শুষ্ক ত্বক তারা মুখের জেলা ফেরাতে বা মুখের উজ্জ্বলতার ভাব বৃদ্ধি করতে নিম পাতা ও পেঁপের ফেসপ্যাকটি প্রতি সপ্তাহে দূর থেকে তিনবার ব্যবহার করুন।

ত্বকের যত্নে নিম পাতার ‍ উপকারিতা

ত্বকের যত্নে নিম পাতার উপকারিতা, ব্রনের জন্য নিম পাতার ব্যবহার করলে ব্রনের সমস্যা থেকে মুক্তি পাবেন, আপনি যদি নিয়মিত ত্বকের যত্ন নেন তাহলে আপনার মুখে কোনো প্রকার ব্রন দাগ এগুলো কিছুই বের হবে না, নিম পাতা ব্যবহার করে কিভবে ত্বরকর যত্ন নেবেন ত্বকের যত্ন নিলে ত্বকে ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত কোনো অ্যাটাক করবে না,  ত্বকের যত্ন কিভবে করবেন তা এবার জেনেনিন
ত্বকের-যত্নে-নিম-পাতার-উপকারিতা



ত্বকের যত্ন - এই গরমে আর বর্ষা কালের নানা ধরনের পানি বাহিত রোগের জন্যে ত্বকের নানা ধরনের সমস্যা হয়, এই সমস্যা সমাধানের জন্য নিম পাতা নিয়ে এসে পিয়ে বা ব্ল্যান্ডারে পালিশ করে নিন, সেই প্যাকটি মুখে লাগিয়ে নিন এর পরে ১০ মিনিট পরে ভালোভাবে ঠান্ড পানি দিয়ে ধুয়ে নিন, এতে করে আপনার ত্বকের সমস্যা দূর করে,

আবার অনেক মানুষের শরীরে নানা ধরনের সমস্যা হয়ে থাকে, যেমন চুলকানি, র‌্যাসেস, ঘামাছি, চর্ম রোগের মতো আরো নানান ধরনের, এই রকম সমস্যা থেকে রক্ষা পেতে নিম পাতা ও বাঁশের পাতা একসাথে পানিতে মিশিয়ে গরম করুন যতক্ষণ সেই পানি সবুজ বর্ণ আঁকার ধারণ করে, যখন সবুজ আকার ধারণ করবে থখন সেই পানি ঠান্ড করে গোসল করুন      

শেষের কিছু কথা

ব্রনের জন্য নিম পাতার ব্যবহার করুন এতে করে আপনার মুখের ইনফেকশন দূর হবে মুখের কালো দাগ ব্রনের গর্ত মুখে লেগে থাকা রোগ জীবাণু সমস্ত কিছুর সমাধান হিসেবে নিমপাতা খুবই কার্যকরী একটি সমাধান আপনারা যারা গ্রহণের সমস্যায় অনেকদিন থেকে ভুগেছেন তারা নিমপাতা পিষে মুখে ভালোভাবে লাগিয়ে নিয়েন

তাহলে আপনাদের ডনের সমস্যা কালো দাগ রোদে পোড়া দাগ আরো বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন এই আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয় মানুষকে অথবা অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন এতক্ষণ গ্রাম বাংলা আইটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url